কালোজিরার তেল খেলে মানব শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। এ ছাড়াও বিভিন্ন রোগের ঔষধ কালজিরার তেল ।
কালোজিরার তেল খেলে যেসব রোগ থেকে মুক্তি পাবেন।
১) এক কাপ দুধ ও ১ চা চামচ কালো জিরা তেল একসাথে মিশিয়ে দৈনিক পা ন করুন। পেটে গ্যাসের সমস্যা থাকলে তা কমে যাবে।
২) সকালে নাশতা খাওয়ার আগে গরম পানিতে মধু আর কালোজিরা তেল মিশিয়ে টানা ৪০ দিন খেলে শ্বাসকষ্ট দূর হবে। এই সময়টুকুতে অবশ্য ঠান্ডা থেকেও নিজেকে রাখতে হবে দূরে। এভাবে ৪০ দিন কাটাতে পারলে কাশি এবং শ্বাসকষ্ট থেকে মুক্তি মিলবে নিশ্চিতভাবেই।
৩) উচ্চ রক্তচাপ থেকেই অনেক সময় হার্ট অ্যাটাক বা স্ট্রোকের আশঙ্কা দেখা যায়। এটি নিয়ন্ত্রণে দারুণ কার্যকরী কালোজিরা। যে কোনো পানীয়ের সঙ্গে আধ চা চামচ কালোজিরা তেল মিশিয়ে খেলেই তা নিয়ন্ত্রণে রাখবে উচ্চ রক্তচাপ।
৪) রোজ ঘুমাতে যাওয়ার আগে টকদইয়ের সঙ্গে কালোজিরা তেল মিশিয়ে খেলে ওজন কমতে সুরু করবে অনেক দ্রুত।
৫) লেবু দিয়ে সব মাথার খুলি ভালোভাবে ঘষুণ। ১৫ মিনিট পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন ও ভালোভাবে মাথা মুছে ফেলুন। তার পর মাথার চুল ভালোভাবে শুকানোর পর সম্পূর্ণ মাথার খুলিতে কালোজিরার তেল মালিশ করুন। এতে এক সপ্তাহেই চুলপড়া কমে যাবে।
অনলাইনে অর্ডার করতে:
☎️ OFFICIAL NUMBER
01776123221(Bkash personal)
📩মেসেজ লিংক=Natural BD Shop
✅ অথবা নিম্নলিখিত তথ্য আমাদের পেইজ এ মেসেজ করুনঃ
1) আপনার নাম
2) ঠিকানা
3) মোবাইল নাম্বার
4)পণ্যের পরিমান
🚛 ডেলিভারি চার্জ ১২০ টাকা বাংলাদেশের যেকোন প্রান্তে পৌছে দেওয়া হয়।
No comments:
Post a Comment