কালোজিরার তেল চুলে লাগালে কী উপকার হয়? - Natural BD Shop

Thursday, July 23, 2020

কালোজিরার তেল চুলে লাগালে কী উপকার হয়?

চুলে বাঙালি নারীরা অনেক রকম তেল ব্যবহার করেন। কালিজিরার তেল মূলত ওষধি তেল, কিন্তু চুলের যত্নের জন্যও এই তেল অনেক উপকারে আসে।

আপনার কাছাকাছি আড়ং এর আউটলেটে নেকটার কালিজিরার তেল পাবেন। এখানে কালিজিরার তেলের চুলের উপকারিতার উপর ভিত্তি করে রিভিউ দেয়া হল। তবে এর অনেক স্বাস্থ্য উপকারিতাও রয়েছে।

• সপ্তাহে এক বা দুই দিন কালিজিরার তেল ব্যবহার বিধি অনুযায়ী লাগানো যেতে পারে।

• শুষ্ক চুলের জন্য ডিমের সাদা অংশের সাথে সামান্য কালিজিরার তেল মিশিয়ে লাগালে চুলের শুষ্কতা কমে আসে।

• নিয়ম করে সপ্তাহে ২ বার এই তেল দিয়ে চুলের যত্ন করলে চুলের সজীবতা ফিরে আসে।

• নতুন চুল গজানোর জন্য ১:১ অনুপাতে অলিভ অয়েল এবং কালিজিরার তেল মিশিয়ে চুলের গোড়ায় গোড়ায় ম্যাসাজ করে লাগিয়ে নিন। এর পর একটি নরম তোয়ালে কুসুম গরম পানিতে ভিজিয়ে এবং পানি নিংড়ে পুরো চুল মুড়িয়ে মাথায় লাগিয়ে রাখুন ৪০ থেকে ১ ঘন্টা সময়ের জন্য। নিয়ম করে সমতাহে ২ বার এভাবে চুলের যত্ন নিলে নতুন চুল গজায়।

• চুলের দৈর্ঘ্য বাড়াতেও এই তেল উপকারে আসে।

• এই তেল চুলের উকুন কমাতেও সাহায্য করে।

কালোজিরার তেল চুলে ব্যবহার করলে যেসব উপকার পাবেন

1.চুল পড়া বন্ধ করে।
2.চুলের ভেঙে যাওয়া রোধ করে।
3.রুক্ষতা দূর করে চুল ঝলমলে করে।
4.চুলের অকালে পেকে যাওয়া রোধ করে।
5.চুলের গোড়ায় রক্ত সঞ্চালন বাড়ায়। ফলে দ্রুত বাড়ে চুল।



No comments:

Post a Comment