রূপচর্চায় মুলতান��� মাটির ব্যবহার সম্পর্কে আমরা কম বেশি অনেকেই জানি। কিন্তু রূপ চর্চার হাজারো জিনিসের মধ্যে অনেক মানুষই এই জিনিসটি ব্যবহার করে থাকেন। আবার অন্যদিকে অনেকেই এটি মাটি বলে এর থেকে দূরে থাকেন। আপনি হয়তো জানেন না যে বলিরেখা ও ব্রন সারাতে মুলতানি মাটি কতোবেশি উপকারী। মুলতানি মাটিতে আছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড উপাদান যা ব্রন সারাতে খুব কার্যকরী। তবে অনেক ধরণের রূপচর্চার দ্রব্যে মুলতানি মাটি ব্যবহার করা হয়ে থাকে। আপনি এটি ক্লিনজার, টোনার এবং ফেস প্যাক হিসেবেও ব্যবহার করতে পারেন। রূপচর্চা করে সৌন্দর্য পীত সব সময়ই প্রাকৃতিক জিনিস ব্যবহার করা ভালো। চলুন তাহলে জেনে নিই সৌন্দর্যচর্চায় মুলতানি মাটির কিছু ব্যবহার।
১। মুলতানি মাটি ত্বকের মৃতকোষ পরিষ্কার করে ত্বককে শ্বাস নিতে সহয়তা করে থাকে।
২। তৈলাক্ত ত্বকের জন্য মুলতানি মাটি খুব উপকারী। মুলতানি মাটির সাথে শুধু গোলাপজ্বল মিশিয়ে পেস্ট তৈরি করে নিন। ত্বকে লাগিয়ে অপেক্ষা করুন শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। শুষ্ক ত্বকের জন্য মুলতানি মাটির সাথে সামান্য দুধ মিশিয়ে পেস্ট বানিয়ে ব্যবহার করা ভালো। তাছাড়া মুলতানি মাটি মুখের ত্বকে রক্তপ্রবাহ বৃদ্ধি করে।
৩। ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে এবং ত্বক টান টান করতে মুলতানি মাটি খুব ভালো। এর ব্যবহারে ত্বকের ব্রন ও বলিরেখা দূর হয় এবং ত্বক দেখায় উজ্জ্বল। তাই ত্বকের এই সমস্যা দূর করতে মুলতানি মাটির পেস্ট বানিয়ে ত্বকে নিয়মিত ব্যবহার করুন।
৪। আপানর মুখে ব্রন হয়ে যদি তার দাগ থেকে যায়, তাহলে চিন্তার কোন কারণ নেই। নিম পেস্ট এর সাথে লবঙ্গ গুঁড়ো, কর্পুর, মুলতানি মাটি ও গোলাপ জ্বল মিশিয়ে পেস্ট তৈরি করুন। সপ্তাহে ৪ দিন বা চাইলে প্রতিদিন এই পেস্টটি ব্যবহার করুন ত্বকে ব্রনের অসহ্য কালো দাগ দূর করার জন্য।
৫। স্ক্রাবার হিসেবেও মুলতানি মাটি খুব কার্জকরী। ব্ল্যাক হেডস ও হোয়াইট হেডস দূর করতে মুলতানি মাটি দারুণ কাজ করে। মুলতানি মাটির সাথে কাজুবাদাম বাটা ও গ্লিসারিন মিশিয়ে স্ক্রাবার বানিয়ে মুখের ত্বক স্ক্রাব করতে পারেন।
৬। ব্রন হওয়ার পর ত্বকে ছোট ছোট গর্তের দেখা দেয়। তাও আপনি দূর করতে পারেন মুলতানি মাটি দিয়ে।ব্রণের দাগ দূর করতে পরিমাণ মত মুলতানি মাটি, টমেটোর রস, কাঁচা হলুদ এবং স্যানডালউড পাউডার মিশিয়ে প্যাক তৈরি করুন। এটি মুখে লাগিয়ে ১০-১৫ মিনিট রেখে মুখ ধুয়ে ফেলুন। এই প্যাকটি খুব ভালো ক্লিনজার হিসেবেও কাজ করে। সপ্তাহে ২-৩ দিন এটি ব্যবহার করুন। ধীরে ধীরে মুখের দাগ দূর হয়ে ত্বক উজ্জ্বল এবং সুন্দর হবে।
No comments:
Post a Comment